online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

Clip Art

ক্লিপ আর্ট হল বিভিন্ন ধরণের ছবি বা ইমেজ যেগুলো কোন ডকুমেন্ট বা প্রোগ্রামে সংযুক্ত করা যায়। ইমেজগুলি দুইধরণের হতে পারে- রাস্টার গ্রাফিক্স (raster graphics) অথবা ভেক্টর গ্রাফিক্স (vector graphics)। সাধারণত ক্লিপ আর্ট গ্যালারী শত কিংবা হাজারেরও বেশী ইমেজ সমৃদ্ধ হয়।

ক্লিপ আর্টগুলো প্রকারভেদ হিসেবে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা হয়, যেমন মানুষ, প্রকৃতি কিংবা অন্যান্য অবজেক্ট হিসেবে, যেটা ইমেজ ব্রাউজিং করার সময় অনেক বেশী উপকারী। বেশীরভাগ ক্লিপ আর্ট ইমেজে কী-ওয়ার্ড দেয়া থাকে। উদাহরণস্বরূপ, একটি ক্লাশরুমে একজন শিক্ষকের ছবিটিতে বিভিন্ন কী-ওয়ার্ড যেমনঃ “স্কুল”, “শিক্ষক”, “ক্লাশ-রুম” এবং “শিক্ষার্থী” দেয়া থাকে। ফলে বেশীরভাগ ক্লিপ আর্ট প্রোগ্রামে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস সহজে খোঁজা যায়।

যখন একজন ইউজার তার প্রয়োজনীয় ক্লিপ আর্টটি খুঁজে পান, তিনি এটি কপি করে কম্পিউটারের ক্লিপবোর্ডে রাখতে ও পরে অন্য প্রোগ্রামে (যেমনঃ ফটোশপ কিংবা মাইক্রোসফট ওয়ার্ড) পেস্ট করতে পারেন। এছাড়া প্রয়োজনে ডেস্কটপ বা হার্ড-ডিস্কের অন্য প্রোগ্রামেও এগুলো কপি করে রাখা যায়। বেশিরভাগ ক্লিপ আর্ট ফ্রী হয়ে থাকে, তার মানে হল এগুলি এর মালিককে কোন কিছু দেয়া ছাড়াই ব্যবহার করা যায়। এছাড়াও বিভিন্ন মূল্যের ক্লিপ আর্ট প্যাকেজ পাওয়া যায়। যেমনঃ ৫০ ডলারের বিনিময়ে ৫০,০০০ ইমেজ সমৃদ্ধ ক্লিপ আর্ট প্যাকেজ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To