online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

Codec

এর পূর্ণরূপ হল “coder-decoder”। ডিস্ক-স্পেসে যেন বেশী জায়গা দখল না হয় এজন্যে বেশীরভাগ অডিও ও ভিডিও ফরম্যাটগুলো কিছুটা সংকুচিত (compressed) করা হয়ে থাকে। যখন কোন অডিও বা ভিডিও ফাইল সেইভ করা হয় তখন তা এরকম এক একটি কোডেক ব্যবহার করে সংকুচিত হয়, আবার প্লে-ব্যাক করার সময় কোডেক ব্যবহার করে ডি-কম্প্রেসড হয়। সাধারণত ভিডিও ফাইলের জন্য MPEG ও AVI এবং অডিও ফাইলের জন্য WAV ও AIFF কোডেক ব্যবহৃত হয়। এছাড়াও কোডেক স্ট্রীমিং মিডিয়া(লাইভ অডিও ও ভিডিও) সংকুচিত করতেও ব্যবহৃত হয়, যেটার কারণে সহজে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে লাইভ অডিও ও ভিডিও সম্প্রচার করা যায়।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To