Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Command Prompt
- Details
- Written by ফয়সাল হোসেন সোহাগ
- Hits: 838
কমান্ড প্রম্পট ব্যবহার করা হয় চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে। এই চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে ডস, ইউনিক্স। এটি হল কতগুলো বর্ণ সমষ্টি যা কোন লাইনের শুরুতে বসে ইনপুট গ্রহনে প্রস্তুত বোঝায়। এটি ব্যবহারকারীদের কমান্ড গ্রহন করে থাকে। মূলত ব্যবহারকারীদের কমান্ড গ্রহনের জন্য যে পরিবেশটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে তৈরি হয় তাকে কমান্ড প্রম্পট বলা যেতে পারে। কম্পিটারের চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে যেকোন প্রকার কমান্ড নির্বাহ করতে হলে তা এই কমান্ড প্রম্পট এ এসে টাইপ করতে হয়।
কমান্ড প্রম্পট সাধারনত সিস্টেম ডাইরেক্টরি নির্দেশ করে। এটি অবশ্য পরিবর্তন করা যায়। যেমন বলা যেতে পারে- ডস মোডে কমান্ড প্রম্পট c:\>_ নির্দেশ করে, যার মানে হচ্ছে ব্যবহারকারী c: ড্রাইভের রুট লেভেলে অবস্থান করছেন।
একজন ব্যবহারকারী কমান্ড প্রম্পটে বিভিন্ন কমান্ড প্রদান করতে পারেন। যেমন: কেউ যদি ডস মোডে থাকা অবস্থায় পুর্বে ব্যবহৃত কোন কমান্ড বা কমান্ডের ফলাফল বা তথ্য মুছে ফেলতে চান তাহলে কমান্ড প্রম্পট এ থাকা অবস্থায় CLS লিখে Enter প্রেস করলেই স্ক্রিন পরিষ্কার হয়ে যাবে।
ডস এবং ইউনিক্স- এর মধ্যে কিছু কিছু কমান্ডে মিল আছে। কমান্ড প্রম্পট এ কাজ করার জন্য ব্যবহারকারী কে অবশ্যই কমান্ড জানতে হবে। অন্যথায় তিনি কাজ করতে পারবেন না। বর্তমানে GUI গ্রাফিকাল ইউসার ইন্টারফেসের ফলে কমান্ড প্রদান করতে হয় না। কিন্তু কমান্ড প্রম্পট এ কমান্ড জানা অত্যাবশ্যক।