Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Compile
- Details
- Written by ফয়সাল হোসেন সোহাগ
- Hits: 817
কম্পাইল শব্দের অর্থ হচ্ছে সঙ্কলন করা বা সংগ্রহ করা। আর কম্পিউটার জগতেও এটি একই অর্থ বহন করে । একজন প্রোগ্রামার একটি প্রোগ্রাম লেখার পূর্বে সমস্যা বা কোড এ ভুল নির্ধারণ করে থাকেন । তিনি তার প্রোগ্রামকে তৈরির সুবিধার্থে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করে থাকেন। কিন্তু কম্পিউটার এর ভাষা হচ্ছে বাইনারি ভাষা যা শুধু ১ ও ০ এর উপর নির্ভরশীল। আর তাই এটিকে অনুবাদ করার প্রয়োজন হয়। এই অনুবাদ প্রক্রিয়া বা প্রসেসকে কম্পাইল বলা হয়। আর কম্পাইলারের কাজই হল কম্পাইল। কম্পাইলার সফটওয়্যার কম্পাইল করে থাকে ।