Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Compiler
- Details
- Written by ফয়সাল হোসেন সোহাগ
- Hits: 840
কম্পাইলার হল একধরনের অনুবাদক প্রোগ্রাম, যা উচ্চস্তরের ভাষায় লিখিত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিনত করে। কম্পাইলার উৎস প্রোগ্রাম পড়ে সম্পুর্ণ্টা একসাথে মেশিন ভাষায় রুপান্তর করে। কম্পাইলার অনুবাদ ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণ বিচার করে। কম্পাইলার তুলনামুলক ভাবে জটিল এবং মেমরীতে বেশি জায়গা দখল করে। এটি প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন। ভিন্ন ভিন্ন হাই লেভেল ভাষার জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার প্রয়োজন হয়। যেমন: বেসিক ভাষার জন্য অনুবাদক কম্পাইলার ফোরট্রান ভাষাকে অনুবাদ করতে পারে না। কম্পাইল করার ফলে প্রোগ্রামটি এক্সিকিউটেবল হয় যা পরে সংশোধন বা সম্পাদন করা যায় না। ( ঠিক করা লাগবে)