Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Compression
- Details
- Written by ফয়সাল হোসেন সোহাগ
- Hits: 809
কম্প্রেশন বলতে বুঝায় কোন কিছু কমপ্রেস করা বা ছোট করা। অর্থাৎ কম্প্রেশন হল এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ডাটা বা মিডিয়া ফাইলের সাইজ কমানো হয়। কম্প্রেশন ২ প্রকারের হতে পারে- i) ডাটা কমপ্রেশন ii) মিডিয়া কমপ্রেশন।
সকল প্রকার কম্প্রেশন ডাটা সহজে আদান প্রদানের জন্য, এবং ডিস্ক স্পেস বাঁচানোর জন্য ব্যবহৃত হয়।
ফাইল কম্প্রেশন সকল প্রকার ফাইলকে কমপ্রেস করার জন্য ব্যবহৃত হয়। এজন্য ফাইল আর্কাইভ করার প্রয়োজন হয়। পরে একে ব্যবহারের পুর্বে আনকমপ্রেস করে নিতে হয়। ফাইল কমপ্রেস করলে পরবর্তিতে আনকমপ্রেসের মাধ্যমে ফাইল পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। ফাইল আনকমপ্রেস করার জন্য সফটওয়্যার ব্যবহার করতে হয়।
মিডিয়া কমপ্রেস বলতে মিডিয়া ফাইল কমপ্রেস করা বুঝায়। মিডিয়া ফাইলগুলো হচ্ছে *.bmp, *.mpeg, *.wav, *.mp3, *.tiff ইত্যাদি। এধরনের কমপ্রেস ফাইল কমপ্রেসের মতই একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে এই ধরনের ফাইল কমপ্রেস করার পর পরবর্তিতে ফাইল পুর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। এধরনের কমপ্রেসকৃত ফাইল রীড করার জন্য এনকোডার প্রয়োজন হয়।