Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Cut
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 819
‘কাট’ হল একটি কমান্ড যেটি ইউজারকে কোন টেক্সট বা ডাটাকে কেটে নিয়ে ক্লিপবোর্ডে জমা রাখতে দেয়। এটি অনেকটা ‘কপি’ কমান্ডের মতই, তবে ক্লিপবোর্ডে শুধু কপি করার পরিবর্তে এটি সম্পূর্ণ ডাটা সরিয়ে নেয়। উদাহরণস্বরূপ, যদি কোন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম থেকে একটি অংশ নির্বাচন করে ‘কাট’ কমান্ড দেয়া হয়, তবে সে অংশটি ডকুমেন্ট থেকে সম্পূর্ণ অপসারিত হবে এবং ক্লিপবোর্ডে যুক্ত হবে।
যেকোন ধরণের অবজেক্ট –টেক্সট, ইমেজ, অডিও বা ভিডিও অথবা অন্য যেকোন ডাটাকে ‘কাট’ করা যায়। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো কাট করা যায় না। আর-কারণ এসব অবজেক্ট এডিট করা যায় না এবং এজন্যে শুধু ‘কপি’ করা যায়। যদি কোন কিছু ‘কাট’ করা হয়, সেটা একইসাথে অন্য কোথাও পেস্টও করা যায়। তবে পেস্ট করার পূর্বে কোন কিছু ক্লিপবোর্ডে কপি করলে, ‘কাট’ করা ডাটা হারিয়ে যায়।
‘কপি’ ও ‘পেস্ট’ কমান্ডের মত ‘কাট’ কমান্ডও বেশীরভাগ প্রোগ্রামের এডিট মেনুতে থাকে। ‘কাট’ কমান্ডের শর্টকাট উইন্ডোজে হল “Ctrl + X” এবং ম্যাক ওএস এক্স-এ “command-x”।