Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Daemon
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 824
মূলত “ডেমন” শব্দটি এসেছে গ্রীক ভাষা থেকে। অক্সফোর্ড আমেরিকান ডিকশনারী অনুসারে এর অর্থ হল “আভ্যন্তরিক বা উপস্থিত আত্মা”। কম্পিউটারের ক্ষেত্রে “ডেমন” হল অবিরাম চলমান একটি প্রোগ্রাম যেটা যেকোন সময়ে আসা কোন ইনপুটের উপযুক্ত অ্যাকশনকে সক্রিয় করে।
উদাহরণস্বরূপ, একজন ইউজার যখন কোন ডকুমেন্ট প্রিন্ট করার সিদ্ধান্ত নেয় তখন প্রিন্টার ডেমন প্রয়োজনীয় তথ্য প্রিন্টারে সরবরাহ করে। আবার মেইল সার্ভারের একটি ডেমন সক্রিয় থাকে যেটা আগত মেইলগুলোকে নির্দিষ্ট মেইলবক্সের দিকে পাঠায়। বিভিন্ন ওয়েব সার্ভার “HTTPD” নামে ডেমন ব্যবহার করে যেটা ওয়েব পেজে প্রবেশের সময় ইউজারকে ডাটা পাঠায়।
ডেমন সর্বপ্রথম ব্যবহৃত হয় ইউনিক্স অপারেটিং সিস্টেমে, যেটা পরবর্তীতে ইউনিক্সভিত্তিক ম্যাক ওএস এক্স-এ যুক্ত হয়।