Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Debug
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 841
একজন প্রোগ্রামার যখন কোন প্রোগ্রাম লিখেন তখন হতে পারে সেখানে কিছু ভুল থেকে যায়। এগুলোকে “বাগ” বলে। এই বাগগুলি হতে পারে সাধারণ যেমনঃ ইউজারের দেয়া ইনপুটকে গ্রহণ না করা কিংবা হতে পারে মারাত্মক যেমনঃ মেমরী লিকের কারণে প্রোগ্রামটি ক্র্যাশ করতে পারে। আর এজন্যে প্রোগ্রামাররা তাদের সফটওয়্যার বা প্রোগ্রাম পাব্লিক রিলিজের পূর্বে “ডিবাগ” করিয়ে নেয়, যাতে যথাসম্ভব এরর দূর করা যায়। অর্থাৎ ডিবাগ হল প্রোগ্রামের এরর নির্ণয় ও সমাধানের পদ্ধতি।