Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Debugger
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 798
সবচেয়ে দক্ষ প্রোগ্রামারও প্রথম চেষ্টায় কোন সফটওয়্যার পুরোপুরি সঠিকভাবে তৈরী করতে পারেন না। কিছু এরর বা বাগ অবশ্যই পাওয়া যায়। যার কারনে প্রোগ্রামটি প্রোগ্রামারের আশামত কাজ করে না। কিছু ক্ষেত্রে এসব এরর নির্ধারণ করা সহজ, আবার কিছু ক্ষেত্রে কঠিন যেমনঃ বড় প্রোগ্রামগুলো যেখানে হাজারেরও বেশী কোডের লাইন থাকে।
সৌভাগ্যবশত, কিছু প্রোগ্রাম আছে যেগুলোকে ডিবাগার বলে যেগুলো সফটওয়্যার প্রোগ্রামারকে প্রোগ্রাম লিখার সময় বাগ খুঁজতে ও দূর করতে সাহায্য করে। একটি ডিবাগার প্রোগ্রামারকে বলে এররটা কি ধরণের এবং চিহ্নিত করে দেয় তা কোন লাইনে। এছাড়া ডিবাগার প্রোগ্রাম রান করে বের করতে পারে কেন এবং প্রোগ্রামের কোথায় এটি ক্র্যাশ করছে।