Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Desktop publishing
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 799
যখন কোন ডকুমেন্ট এবং ইমেজ প্রিন্ট করা হয়, সেটাকে বলা হয় “পাবলিশড” বা ‘প্রকাশিত’। সাধারণের মাঝে কম্পিউটার আসার পূর্বে যেকোন পাবলিশিং প্রক্রিয়া সম্পন্ন করতে বিশাল প্রিন্ট প্রেসের প্রয়োজন ছিল, যেখানে একই পেজে ইমেজ ও শব্দ প্রিন্ট করতে হলে আলাদা আলাদা প্রিন্ট করতে হত। কিন্তু বর্তমানে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ কম্পিউটার ডেস্কটপ পাবলিশিং-র সুবিধা নিয়ে এসেছে যেটা প্রিন্টিং প্রক্রিয়া আরো সহজ করে তুলেছে। ডেস্কটপ পাবলিশিং “DTP” নামেও পরিচিত।
প্রিন্ট করার জন্য ডেস্কটপ পাবলিশাররা Adobe InDesign এবং QuarkXpress-র মত প্রোগ্রাম ব্যবহার করে ডকুমেন্টের পেজ লে-আউট তৈরী করে। এছাড়া প্রিন্টেবল ইমেজ তৈরীতে ‘অ্যাডোবে ফটোশপ’ বা ‘ইলাস্ট্রাটর’ এবং ‘মাইক্রোসফট ওয়ার্ড’ প্রোগ্রামও ব্যবহৃত হয়। ডেস্কটপ পাবলিশিং প্রোগ্রাম ব্যবহার করা হয় বই তৈরীতে, ম্যাগাজিন, সংবাদপত্র, পুস্তিকা এবং অন্যান্য বিভিন্ন ধরণের প্রিন্টেবল ডকুমেন্ট তৈরীতে।
ডেস্কটপ পাবলিশিং-র জন্য কিছু পদক্ষেপ রয়েছে- টাইপের বিন্যাস ঠিক করা(ফন্ট এবং টেক্সট লে-আউট নির্ধারণ), গ্রাফিক ডিজাইন, পেজ লে-আউট(কিভাবে এইসব পেজে সাজানো হবে) এবং ডকুমেন্ট প্রিন্টিং। ডেস্কটপ পাবলিশিং-র জন্য একজন ইউজারের প্রয়োজন একটি কম্পিউটার, মনিটর, প্রিন্টার ওবং সফটওয়্যার। যদিও এটি একটি কাগজ ও কলমের চেয়ে ব্যয়বহুল তবে অন্যদিক থেকে প্রিন্টিং প্রেসের চেয়ে সস্তা।