Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Desktop
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 907
কম্পিউটারের স্টার্ট-আপ প্রক্রিয়া সম্পন্ন হবার পর যে অংশটি দেখা যায় সেটিকেই বলা হয় ডেস্কটপ। এর মধ্যে থাকে- ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার এবং ডেস্কটপে সেইভ করা ফাইল ও ফোল্ডারের আইকন। উইন্ডোজ-র ক্ষেত্রে, ডেস্কটপে একটি টাস্কবার থাকে, যেটা ডিফল্টভাবে স্ক্রীনের নীচে থাকে। ম্যাক ওএস এক্স-র ক্ষেত্রে, ডেস্কটপ স্ক্রীনের উপরে থাকে মেনুবার এবং নিচে থাকে ডক (ম্যাকিন্টশ উদ্ভাবিত ভার্চুয়াল ট্রে)।
উইন্ডোজ এবং ম্যাকিন্টশ উভয়েরই ডেস্কটপ ইউজার পছন্দমত কাস্টোমাইজ করতে পারেন। উইন্ডোজ ৭-এ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল প্যানেলের “পার্সোনালাইজেশন”-র মাধ্যমে পরিবর্তন করা যায়। অপরদিকে, ম্যাক ওএস এক্স ১০.৬-এ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে “ডেস্কটপ এন্ড স্ক্রীন সেভার” নামে সিস্টেম অপশন ব্যবহার করতে হবে।
এছাড়াও ডেস্কটপে প্রয়োজনে বিভিন্ন ফাইল রাখা যায়। ডেস্কটপ গ্যাজেট ব্যবহার করে ডেস্কটপ আরো দর্শনীয় করা যায়।