Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
DOS
- Details
- Written by মনিরুল ইসলাম সজিব
- Hits: 851
DOS বলতে "ডিস্ক অপারেটিং সিস্টেম"কে বুঝায় । এটি প্রথম অপারেটিং সিস্টেম যেটা IBM কম্পিউটারে ব্যবহার হয়েছিল। এটা মূলত দুই সংস্করণে ছিল যেটার প্রয়োজনীয়তার দিক থেকে একই ছিল। কিন্তু দুইটি ভিন্ন নামে এদের বাজারজাত করা হয়েছিল। এদের মধ্যে "PC-DOS" ছিল IBM দ্বারা নির্মিত এবং "MS-DOS" মাইক্রোসফটের কেনা উইন্ডোজের প্রথম সংস্করণের একটি।
ডস কমান্ড লাইন ব্যবহার করে, অথবা টেক্সট ইন্টারফেস যেখানে ব্যবহারকারীরা টাইপ করতে পারে। যেমন কিছু কমান্ডের মধ্যে আছে pwd, cd . এখানে pwd কমান্ড লিখলে ইউজার এখন কোন ডাইরেক্টোরীতে আছে তা দেখাবে। আবার cd কমান্ড দিয়ে ইউজার ইচ্ছামত ডাইরেক্টোরিতে যেতে পারবে । এই ধরনের হাজার হাজার কমান্ড আছে যাদের যার সাহায্যে ইউজার তার প্রয়োজন মত কাজ করে নিতে পারে। এর জন্য ব্যবহারকারীকে ডস কমান্ড সম্পর্কে ব্যপক ধারনা থাকতে হতে। কিন্তু এটা নতুনদের জন্য ব্যবহার করার জন্য কঠিন হবে। কেননা মাইক্রোসফট পরে DOS কে নিয়ে গ্রাফিক্স ভিত্তিক উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করে যা পরবর্তীতে ব্যপক জনপ্রিয়তা পায়।
উইন্ডোজের প্রথম সংস্করণ (মাধ্যমে উইন্ডোজ 95) আসলে ডস অপারেটিং সিস্টেমের উপর স্থাপিত। এই কারনেই অনেক ডস সংক্রান্ত ফাইল (যেমন. INI,. dll, এবং. COM ফাইল) উইন্ডোজের দ্বারা ব্যবহার করা হয় । তবে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম পুনরায় ঠিক করা হয়েছিল উইন্ডোজ NT (নিউ টেকনোলজির)জন্য, যা উইন্ডোজকে DOS ব্যবহার ছাড়া চালাতে সাহায্য করে। উইন্ডোজের পরের সংস্করণ যেমন Windows 2000, XP এবং ভিস্তা যা চালানোর জন্য ডস প্রয়োজন হবে না ।
ডস উইন্ডোজে এখনো অন্তর্ভুক্ত কিন্তু এটি রান করা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে। উইন্ডোজের স্টার্ট মেনু থেকে RUN সিলেক্ট করে cmd কমান্ড টাইপের মাধ্যমে ডস কমান্ড প্রম্পট থেকে খোলা যেতে পারে ।