Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Driver
- Details
- Written by মনিরুল ইসলাম সজিব
- Hits: 846
কম্পিউটারের জগতে ড্রাইবার হচ্ছে একটি ছোট ফাইল যেটা কম্পিউটারকে একটি নির্দিষ্ট হার্ডওয়ার ডিভাইস(প্রিন্টার, ডিস্ক ড্রাইভ বা কি-বোর্ড)-র সাথে যোগাযোগ করতে সাহায্য করে । এটি ডিভাইস নিয়ন্ত্রনের জন্য প্রয়োজনীয় তথ্য কম্পিউটারের জন্য সংগ্রহ করে বা বহন করে।
অনেক ড্রাইবার আছে যেগুলো অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। আবার অনেক ড্রাইবার আছে যেগুলো আলাদা যুক্ত করতে হয়। ড্রাইবার মুলত ডিভাইস ও প্রোগ্রামের মাঝে ট্রান্সলেটরের ভূমিকায় থাকে। প্রতিটি ডিভাইসের নিজস্ব কিছু বিশেষ কমান্ড থাকে যা শুধুমাত্র এর ড্রাইবারই বুঝতে পারে। একইভাবে, বেশীরভাগ প্রোগ্রামেরই নিজস্ব কিছু কমান্ড থাকে। ড্রাইবার প্রোগ্রামের কমান্ডকে ডিভাইসের কমান্ডে ট্রান্সলেট করে থাকে।
ডস সিস্টেমে ড্রাইভারগুলি .SYS এক্সটেনশনে থাকে। উইন্ডোজ বেসড অপারেটিং সিস্টেমে থাকে একটি রূপান্তরিত লিংকে বা .DRV এক্সটেনশনে অথবা .dll ফাইল ফরমেটে। একাধিক ফাইল নিয়ে ড্রাইভার থাকতে পারে। লিনাক্স এ ড্রাইভার হয় *.ko অথবা *.so এক্সটেনশানে। কিন্ত Mac অপারেটিং সিস্টেমে বেশীরভাগ হার্ডওয়ার ডিভাইসের জন্য ড্রাইভারের প্রয়োজন হয় না।