online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

Drop down menu

আনুভূমিকভাবে সাজানো বিভিন্ন অপশন যখন লম্বালম্বি থেকে মেনু গঠন করে তখন সেটাকে ড্রপ-ডাউন মেনু বলে। যখন আমরা মাউসের পয়েন্টারকে কোন অপশনের উপর রেখে ক্লিক করি তখন একটি মেনু লিস্ট দেখায়, অর্থাৎ একটি মেনু ড্রপ করে। এ ক্ষেত্রে অপশনগুলো ফাইল(file), এডিট(Edit), ভিউ(view), নিউ(new), ওপেন(open), ক্লোজ(close), সেভ(save) ইত্যাদি নিয়ে গঠিত। ম্যাকিন্টশ সিস্টেমে এই মেনু স্ক্রীনের উপরের দিকে থাকে।

ড্রপ-ডাউন মেনু সাধারণত ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে বেশী ব্যবহৃত হয়। কোন অপশনে ক্লিক করে সরাসরি সেই পৃষ্ঠার যেকোনো লিঙ্কে যাওয়া যায়। ওয়েব ডিজাইনিং এর সময় DHTML(Dynamic HTML) ব্যবহার করে ড্রপ-ডাউন মেনু তৈরি করা হয়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To