online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

Encoding

কোড শব্দটির ক্রিয়ারূপ হচ্ছে এনকোড। এক রূপ বা ধরনের ডাটাকে অন্য রূপ বা ধরনের ডাটায় রূপান্তর করার প্রক্রিয়াকে এনকোডিং বলে। এনকোডিং সাধারনত এনালগ থেকে ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এনকোডিং বিভিন্ন ধরনের হতে পারে যেমন: মাল্টিমিডিয়া এনকোডিং,ভিডিও এনকোডিং,ইমেজ এনকোডিং, ক্যারেক্টার এনকোডিং ইত্যাদি| ডিস্ক স্পেস বাড়ানোর জন্য মিডিয়া ফাইলগুলো (অডিও, ভিডিও ও ইমেজ )প্রায়ই এনকোড করা হয়। ফলে তাদের আরো সূচারুভাবে এবং কম্প্রেস করে সংরক্ষণ করা যায়। এতে ফাইলের আকার ছোট হয়ে পড়ে। উদাহারণস্বরূপ WAVE(.WAV) ফরমেটের অডিও ফাইলকে MP3(.mp3)অডিও ফাইলে কনভার্ট করলে এটি WAVE তুলনায় মাত্র দশ ভাগের এক ভাগ জায়গা দখল করে ।

একইভাবে ক্যারেক্টার এনকোডিং হলো এমন একটি প্রক্রিয়া যেটি প্রত্যেক ক্যারেক্টারকে বাইটে(০ বা ১) রূপান্তর করর। যেমন কম্পিউটারে কোন টেক্সট লিখলে কম্পিউটার সেটিকে বাইটে রূপান্তর করে,এবং ইউজার এর দেওয়া ইনস্ট্রাকশন মতো সেটিকে প্রসেস করে । ক্যারেক্টার এনকোডিং এর উদাহারণ হলো ASCII এবং Unicode।

সঠিক এনকোডিং সমর্থন করে, এমন সব প্রোগ্রামই এনকোডেড ডাটা পড়তে পারে । অডিও ও ভিডিও ফাইলের ক্ষেত্রে এ কাজটি কোডেক দ্বারা করা হয় ।অধিকাংশ টেক্সট এডিটর বিভিন্ন ধরনের টেক্সট এনকোডিং সমথন করে, তাই স্ট্যান্ডার্ড এডিটরে ওপেন হবে না, এমন টেক্সট ফাইল খুজেঁ পাওয়া কঠিন । তবে যদি পাওয়া যায় তাহলে সেটি অদ্ভুত ও অপরিচিত টেক্সট প্রদর্শন করবে।

তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এনকোডিং এবং এনক্রিপশন শব্দ দুইটি এক নয় । এনক্রিপশন করা কোডের ফরমেটের কোন পরিবর্তন হয় না| কিন্তু এনকোডিং করা কোডের ফরমেটের পরিবর্তন হয় ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To