Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
File Compression
- Details
- Written by রত্নদ্বীপ কুরি
- Hits: 727
file compression হচ্ছে এক বা একাধিক ফাইলের আকার অর্থাৎ মেমোরিতে দখলকৃত জায়গার পরিমাণ হ্রাস করার প্রক্রিয়া । এই প্রক্রিয়ার মাধ্যমে কোন ফাইল এর আকার ৫০% থেকে ৯০% পর্যন্ত হ্রাস করা যায় । বিভিন্ন ধরণের ফাইল কম্প্রেসড করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে জিপ(Zip), জি-জিপ(Gzip), আরএআর (RAR) , স্টাফল্ট (Stufflt) এবং সেভেন জেড (7Z) কম্প্রেসান । এরা কম্প্রেসানের জন্য আলাদা আলাদা অ্যালগরিদম ব্যবহার করলেও এদের কাজের ধরন একই রকম । কম্প্রেসানের মূল লক্ষ্য হচ্ছে ফাইলের অতিরিক্ত ডাটা গুলোকে একই ধরনের কিছু সাধারণ ছোট ভেরিয়েবল দ্বারা প্রতিস্থাপন করা । পরবর্তীতে এই ভেরিয়েবল গুলোই মূল ভেরিয়েবলকে নির্দেশ করে।
উদাহরণ সরূপ বলা যায় কোন টেক্সট ফাইলের ওয়ার্ড computer কে নাম্বার 5 দ্বারা প্রতিস্থাপন করা হল। নিশ্চিত ভাবেই নাম্বার 5 ওয়ার্ড computer থেকে মেমোরিতে কম স্থান দখল করবে এবং পরবর্তীতে তা মূল শব্দ computer কে নির্দেশ করবে । যে কোন বাইনারি ফাইলকেও (যেমন: অ্যাপ্লিকেশন, ডিস্ক ইমেজ ইত্যাদি) কম্প্রেসানের মাধ্যমে ছোট করা যায় । কোন কম্প্রেসড ফাইলকে ব্যবহারের পূর্বে ডিকম্প্রেসড করে নিতে হয় । আর বিভিন্ন ধরণের ডিকম্প্রেসান প্রোগ্রামের মধ্যে রয়েছে উইন-জিপ (WinZip), স্টাফল্ট এক্সপান্ডার(Stufflt Expander) ইত্যাদি । কম্প্রেসড ফাইলের সাধারণ কিছু ফাইল এক্সটেনশন হচ্ছে .ZIP, .GZ, .RAR, .SITX, .7Z .