Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
File Extension
- Details
- Written by রত্নদ্বীপ কুরি
- Hits: 761
file Extension হচ্ছে ফাইলের ফরমেট নির্দেশকারী সূচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে। যেমন myreport.txt নামের ফাইলটির এক্সটেনশন হচ্ছে .TXT, যার মানে হচ্ছে এটি একটি টেক্সট ডকুমেন্ট ।আবার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এক্সটেনশন হচ্ছে .DOCX এবং পটো-শপ ডকুমেন্টের ফাইল এক্সটেনশন হচ্ছে .PSD । ফাইল এক্সটেনশন সাধারণত এক থেকে বিশ অক্ষরের মধ্যে হতে পারে । আর বড় ফাইল এক্সটেনশন গুলো ফাইল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে ।যেমন .TAX2010 ফাইল এক্সটেনশনটি বুঝায় যে ট্যাক্স রিটার্ন ডকুমেন্টটি TurboTax 2010 দ্বারা তৈরি করা হয়েছে । কোন নির্দিষ্ট ফাইল কোন অ্যাপ্লিকেশন দ্বারা ওপেন হবে এবং কোন আইকন দ্বারা নির্দেসিত হবে তা ফাইল এক্সটেনশন দ্বারা বুঝা যায় ।
উইন্ডোজ এবং ম্যাক ওএস এক্স উভয় ক্ষেত্রেই ফাইল এক্সটেনশন পরিবর্তন করা যায় । ফলে,ওই ফাইলকে ওপেন করার অ্যাপ্লিকেশনও পরিবর্তন হয়। তবে কোন কোন ক্ষেত্রে ফাইল নাও ওপেন হতে পারে। যেমন “.txt” এক্সটেনশনকে যদি “.doc” এ পরিবর্তন করা হয় তবে ফাইল মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা ওপেন হবে। কিন্তু, যদি “.txt” কে “.psd” তে পরিবর্তন করা হয় তবে, পটো-শপ ডকুমেন্টটি ওপেন করতে পারবে না। প্রায় ১০ হাজার রকম ফাইলের জন্য প্রায় ১০ হাজার রকম ফাইল এক্সটেনশন রয়েছে । এর মধ্যে সাধারণ কিছু ফাইল এক্সটেনশন হচ্ছে .JPG, .GIF, .MP3, .ZIP, .HTML ইত্যাদি ।