online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

File Format

ফাইল ফরমেট বলতে বোঝায় একটি ফাইলের গঠন এবং এতে কি ধরনের ডাটা রয়েছে তা বর্ণনা করে । ডাটাবেজ ,ওয়ার্ড প্রসেসিং ,স্পেডশীট ,ইমেজ ,ভিডিও ইত্যাদি সহ ডাটার অনেক রকমের ফরমেট আছে ।একটি ফাইলের মধ্যে সংরক্ষিত ডাটা এর ফাইল ফরমেটের উপর নির্ভর করে । ডাটাকে কিভাবে প্রদর্শন ,মুদ্রন ,সেভ করতে হয় ,সে ব্যাপারে ফাইল ফরমেট কম্পিউটারকে নির্দেশনা দেয় । ফাইল ফরমেট অধিকাংশ বা সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় । যেমনঃ আসকি ,সান মাইক্রোসিস্টেমের জাভা ,এডোবির পিডিএফ ইত্যাদি ।

একটি ফাইল ফরমেট এর অভ্যন্তরের ডাটা বাইনারী কিংবা টেক্সট ফরমটে রয়েছে কিনা তাও বর্ণনা করে । টেক্সট ফাইলগুলো স্ট্যানর্ডাড টেক্সট এডিটর দ্বারা ওপেন করা যায় ।এই টেক্সট বেসড ফাইলগুলো সহজেই তৈরী করা যায় এবং এটি বাইনারী ফাইলের তুলনায় বেশী স্পেস ব্যবহার করে । বাইনারী ফাইল ফরমেটকে কমপ্রেস করা যায় এবং গ্রাফিক্স ,অডিও ,ভিডিও সংরক্ষণের জন্য উপযোগী । যদি আপনি বাইনারী ফাইলকে টেক্সট এডিটরে পড়ার চেষ্টা করেন ,তাহলে আপনি এটি পড়তে পারবেন না।

সাধারণত ফাইল ফরমেট হয় কারো প্রোপাইটরী অথবা ইউনির্ভাসাল বা ওপেন ফরমেটে । উদাহরণস্বরূপ একটি কমপ্রেসড StuffIt X (.SITX) আর্কাইভ শুধু stuffIt ডিলাক্স বা StuffIt এক্সপেন্ডার দ্বারা এটি ওপেন করা যায় । আপনি যদি এটিকে উইনজিপ বা অন্য কোন ডিকমপ্রেসন টুল দিয়ে ওপেন করার চেষ্টা করেন তাহলে এটি ওপেন হবে না । একইভাবে stuffIt ডিলাক্স কে স্ট্যানর্ডাড জিপ ফরমেটে কমপ্রেস করা যায় । যেটি ডিকমপ্রেসন ইউটিলিটি দ্বারা ওপেন করা যায় ।

সফটওয়্যার ডেভেলপারদের জন্য ফাইল ফরমেট নির্বাচন করা একটি গূরুত্বপূর্ণ বিষয় । প্রোপাইটরী ফরমেট ডেভেলপারদের জন্য সুবিধার কারণ এতে শুধু তাদের সফটওয়্যার ব্যবহার করে ওপেন করা যাবে । কিন্তু মানুষ বিভিন্ন ধরনের সফটওয়্যারের অপশন পছন্দ করে ,সেজন্য প্রোপাইটরী ফরমেট থেকে সরে এসে তারা ওপেন ফরমেট ব্যবহার করছে ।

তবে খেয়াল রাখতে হবে ফাইল টাইপ ও ফাইল ফরমেট শব্দ দুইটি এক নয় । ফাইল ফরমেট বলতে বোঝায় একটি ফাইলের গঠন অপরদিকে ফাইল টাইপ হচ্ছে বিশেষ ধরনের ফাইল । যেমন : রিচ টেক্সট ফাইল , ফটোশপ ডকুমেন্ট ইত্যাদি ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To