Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
File Type
- Details
- Written by নিলয়
- Hits: 785
ফাইল টাইপ এর অর্থ হচ্ছে বিশেষ ধরনের ফাইল। যেমন : এডোবির ফটোশপ ডকুমেন্ট ,মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হচ্ছে দুইটি ভিন্ন ধরনের ফাইল টাইপের উদাহারন । এদেরকে নির্দিষ্ট এপ্লিকেশন দ্বারা ওপেন করা যায় । অপরদিকে রিচ টেক্সট ফাইল ও এমপিথ্রি হচ্ছে স্ট্যানর্ডাড ফাইল টাইপ ,যেগুলোকে একাধিক প্রোগ্রাম দ্বারা ওপেন করা যায় ।
ফাইল টাইপ এবং ফাইল ফরমেট প্রায়ই এক সাথে ব্যবহৃত হয় । ফাইল ফরমেট একটি ফাইলের গঠন ও এর কনটেন্ট বর্ণনা করে । যেমন : ইমেজ ফাইলের ফাইল টাইপ ,JPEG কমপ্রেসন করে সেভ করা হয় এবং একে JPEG ইমেজ ফাইল বলে । ফাইল ফরমেটকে বাইনারী ফাইল ও বলা যায় ,যেটিতে ফাইল হেডার ,মেটাডাটা ,এবং কমপ্রেসড বিটম্যাপ ইমেজ থাকে ।
প্রত্যেক ফাইল টাইপে এক বা একাধিক ফাইল এক্সটেনসন থাকে । যেমন : JPEG ইমেজ ফাইল .JPE অথবা .JPEG এক্সটেনসন দিয়ে সেভ করা যায় । আবার এডোবির ফটোশপ ইমেজ ফাইলকে .PSD এক্সটেনসন দ্বারা সেভ করা হয় । ফাইল এক্সটেনসন ফাইলের নামের শেষে যোগ করা হয় ,যেটি প্রত্যেক ফাইলকে আলাদাভাবে সনাক্ত করতে সাহায্য করে । এছাড়া অপারেটিং সিস্টেমও বিশেষ প্রোগ্রামের সাথে সর্ম্পকিত ফাইল টাইপ নির্দেশ করতে ফাইল এক্সটেনসন ব্যবহার করে থাকে।