Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Filename
- Details
- Written by নিলয়
- Hits: 733
ফাইল নেম হচ্ছে ফাইলের নাম । এটি একটি স্ট্রিং টেক্সট যেটি একটি ফাইলকে নির্দেশ করে । প্রত্যেক ফাইলকে ফোল্ডারের ভিতরে ফাইল নেমসহ কম্পিটারের হার্ডডিস্কে সেভ করা হয় ।একটি ফোল্ডারের ভিতরে প্রতিটি ফাইলের নাম অবশ্যই ভিন্ন হতে হবে ,তবে ভিন্ন ফোল্ডারে ফাইলের নাম একই হতে পারে ।
ফাইল নেমে লেটার ,নাম্বার ,ক্যারেক্টার প্রভৃতি থাকতে পারে । বিভিন্ন অপারেটিং সিস্টেমে ফাইল নেমের ক্যারেক্টারের সংখ্যা বিভিন্ন হয় । পুরোনো অপারেটিং সিস্টেমে একটি ফাইল নেম ৮ থেকে ১৬ ক্যারেক্টার পর্যন্ত হয় । কিন্তু বর্তমানের অপারেটিং সিস্টেমগুলোতে সর্বোচ্চ ২৫৬ ক্যারেক্টারের ফাইল নেম সেভ করা যায় । তবে সাধারণ ব্যবহারের জন্য ১৬ ক্যারেক্টারের নামই যথেষ্ট ।
ফাইল নেমে ফাইল এক্সটেনসন থাকে ,যা ফাইলটি কোন ধরনের তা নির্দেশ করে । ফাইল এক্সটেনসনকে অনেক সময় ফাইল নেম সাফিক্স বলা হয় , যেটি ফাইল নেম ও একটি ডটের পরে যুক্ত হয় । উদাহারনস্বরূপ : একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের নাম document1.doc ।এখানে document1 হচ্ছে ফাইল নেম এবং .doc হচ্ছে এক্সটেনসন । আবার document1.doc পুরোটাকেই ফাইল নেম হিসেবে ধরা যায় । এছাড়া ডিরেক্টরী লোকেশন দ্বারা ফাইল নেমকে প্রকাশ করা যায় যেমন : ("\My Documents\School Papers\document1.doc"). কোন ফাইলের উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করার পর , rename অপশনে ক্লিক করে আপনি একটি ফাইলের নাম রাখতে পারেন ।