Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Finder
- Details
- Written by নিলয়
- Hits: 752
ফাইন্ডার হচ্ছে ম্যাকিন্টোশ কম্পিউটারের ডেক্সটপ ইন্টারফেস । এটি ইউজারকে একটি ফাইলকে কপি ,মুভ ,ডিলিট ,ওপেন এবং ফোল্ডারকে নেভিগেট করতে সাহায্য করে । কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে ফাইন্ডার লোড হয় এবং ব্যাকগ্রাউন্ডে সবসময় রানিং অবস্থায় থাকে । ফাইন্ডার ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেমের অংশ এবং ইউজার ও ম্যাকের মধ্যে প্রাইমারী ইন্টারফেস হিসেবে কাজ করে ।
ফাইন্ডার ম্যাক অপারটিং সিস্টেমের একটি কোর এবং এটি একটি এপ্লিকেশন। এর মানে একজন ইউজার ডক অথবা কমান্ড ট্যাব শর্টকার্ট ব্যবহার করে ,একটিভ এপ্লিকেশনের লিষ্ট থেকে ফাইন্ডার সিলেক্ট করতে পারে । যেমন : ইউজার ফাইন্ডারে সুইচ করলে একটা উইন্ডো ওপেন হয় ,যেখানে সে যে ফাইলটি ওপেন করতে চায় সেটিতে ব্রাউজ করতে পারে । পরে সে যদি ফাইলটি পায় , সে ফাইলের আইকনের উপর ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করতে পারে । ফাইন্ডার যেহেতু ব্যাকগ্রাউন্ডে সবসময় রানিং অবস্থায় থাকে ,তাই অন্যান্য এপ্লিকেশনের মত একে ক্লোজ করা যায় না ।
ফাইন্ডার ম্যাক অপারেটিং সিস্টেমের GUI এর অংশ এবং প্রতিনিয়ত বির্বধিত করা হচ্ছে । সবসময় এর মধ্যে মেনুবার ,ডেক্সটপ ,আইকন প্রভৃতি থাকে । কিন্তু বর্তমানে আরো নতুন ফিচার যোগ করা হয়েছে । যেমন : এখনকার ম্যাক ওএস এক্সে এডভান্স সার্চ ফিচার ,কুইক লোড টেকনোলজি রয়েছে যার মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট ফাইন্ডারে সরাসরি দেখা যায় । এছাড়া এখন ফাইন্ডার উইন্ডোতে ,সাইডবার ,ডিস্ক এবং ফোল্ডারের শর্টকার্ট থাকে যা ইউজারকে ডকুমেন্টের প্রিভিউতে ক্লিক করতে সাহায্য করে ।