online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

Firmware

কম্পিউটার নির্মাণের সময় নির্মানকারী কিছু নির্দেশ বা প্রোগ্রাম কম্পিউটার এর প্রধান স্মৃতি রমে সন্নিবেশিত করে দেন যা কম্পিউটারকে কার্যক্ষম করার জন্য অত্যাবশ্যকীয়, তাকে ফার্মওয়্যার বলে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যবর্তী লেভেলে কাজ করে ।

কম্পিউটার অন করার সময় সিস্টেমের ধারণা থাকে না যে এতে কি ধরনের ড্রাইভ আছে এবং ফলে এটি অপারেটিং সিস্টেম লোড করতে পারে না । এই সমস্যা দূর করার জন্য কম্পিউটার বায়োস ব্যবহার করা হয় , যেটি কম্পিউটারকে চালু করতে সাহায্য করে । বায়োসের কাজ হল মাদারবোর্ডে পাওয়ার চালু হওয়ার সাথে সাথে POST এর মাধ্যমে সকল পেরিফেরাল ডিভাইস চেক করে অপারেটিং সিস্টেম চালু করে এবং কার্নেলের সাথে সকল পেরিফেরালের সংযোগ বজায় রাখে । এই প্রক্রিয়ায় কোন এরর থাকলে তা বিপ টোনের মাধ্যমে ডিটেক্ট করে ব্যবহারকারীকে জানিয়ে দিতে পারে। এই বায়োসই হল ফার্মওয়্যার। এটি চিপের মধ্যে থাকা একটি প্রোগ্রাম , যা রমে থাকে ।

ফার্মওয়্যার নিয়মিত আপডেট না করলে এর কার্যকারিতা তেমন একটা থাকে না । সিডি ও ডিভিডি ম্যানুফেকচাররা ফার্মওয়্যার আপডেট সহজলভ্য করে তুলছে যাতে তাদের ড্রাইভগুলো দ্রুতগতির মিডিয়া ফাইল পড়তে পারে এবং প্রায়ই ফার্মওয়্যার আপডেট রিলিজ করে যাতে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস আরো ভালভাবে কাজ করতে পারে ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To