Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Gamma Correction
- Details
- Written by নিলয়
- Hits: 752
গাম্মা বলতে কম্পিউটার ডিসপ্লে অথবা মনিটরের উজ্জ্বলতাকে বোঝায় । আর গাম্মা কারেকশন হচ্ছে ,একটি সেটিং যার দ্বারা আউটপুট ডিসপ্লে কতটা উজ্জ্বল হবে তা নির্ধারন যায় ।
যখন কোন ইনপুট সিগনাল অথবা ভোল্টেজ মনিটরের নিকট পাঠানো হয় আর ঐ মনিটরটি যদি পরিষ্কার ইমেজ তৈরী করতে না পারে , তখন গাম্মা কারেকশন ব্যবহার করা হয় । আর গাম্মা কারেকশন পরিবর্তন না করা হলে স্ক্রীনের ইমেজ কালো হয় ,ফলে স্ক্রীন দেখা কঠিন হয় । গাম্মা কারেকশনের ফলে ডিসপ্লের ব্রাইটনেস আর কনট্রাস্ট বেড়ে যায় ,ফলে ঐ ইমেজ পরিষ্কার দেখা যায় ।
গাম্মা সেটিং ডিসপ্লের উজ্জ্বলতাকে প্রভাবিত করে এবং উজ্জ্বলতার সাথে সরাসরি সম্পর্কিত নয় । কারন গাম্মা সেটিং ইনপুট লেভেলের ফাংশনে কাজ করে ,যেটি ফাইনাল আউটপুটে তৈরী করে । এছাড়া এটি ব্রাইটনেস বা উজ্জ্বলতার পাশাপাশি কনট্রাস্টে ও প্রভাবিত করে ।