Software Terms - Technology Basic
GNU
- Details
-
Written by নিলয়
-
Hits: 838
GNU হচ্ছে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন দ্বারা বিতরনকৃত ইউনিক্স এর মত অপারেটিং সিস্টেম । এটি বিভিন্ন ভার্সনে পাওয়া যায় । তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জিএনইউ/লিনাক্স সিস্টেম , যেটি লিনাক্স কার্নেল ব্যবহার করে । যেহেতু লিনাক্সের জনপ্রিয় ভার্সন হচ্ছে জিএনইউ/লিনাক্স তাই একে লিনাক্স নামেও ডাকা হয় । যা হোক মূল কথা হলো , জিএনইউ/লিনাক্স হচ্ছে জিএনইউ প্রজেক্ট দ্বারা ডেভেলাপকৃত লিনাক্সের ভার্সন ।
জিএনইউ/লিনাক্সের প্রত্যেক ভার্সন জিএনইউ সিস্টেমের উপর ভিত্তি করে রচিত এবং এতে অনেকগুলো এপ্লিকেশনসহ কাষ্টম ইউজার ইন্টারফেস থাকে । জিএনইউ অপারেটিং সিস্টেম ,সফটওয়্যার প্রোগ্রাম এবং ডেভেলপমেন্ট টুল জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স ( জিপিএল ) দ্বারা বিতরন করা হয় । এই লাইসেন্স বলে যে ,এই সফটওয়্যারটিকে বিনামূল্যে ব্যবহার ,পরিবর্তন এবং বিতরন করা যাবে । তাই সকল জিএনইউ সফটওয়্যার কমার্শিয়াল লাইসেন্স ব্যতীত বিনামূল্যে পাওয়া যায় । তাছাড়া অনেক ফ্রিওয়্যার প্রোগ্রাম জিএনইউ এর অধীনে বিতরন করা হয় ।