Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Gnutella
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 735
Gnutella হল একটি ফাইল শেয়ারিং নেটওয়ার্ক যার দ্বারা ইউজাররা ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান-প্রদান করতে পারেন। এর নামের প্রথম অংশটি এসেছে GNU (General Public License)থেকে, যেটা মুলত প্রোগ্রামের সোর্সকে পাব্লিকের জন্য উন্মুক্ত করে দেয়। দ্বিতীয় অংশটি এসেছে Nutella থেকে, এক ধরণের হেজেলনাট চকোলেট মিশ্রণ যেটা সাধারণত ডেভেলপাররা বিভিন্ন প্রোজেক্ট করার সময় প্রচুর পরিমাণে খান।
Gnutella নেটওয়ার্ক একধরণের পিয়ার-টু-পিয়ার(P2P) নেটওয়ার্ক। এর ফলে বিভিন্ন নেটওয়ার্কের ইউজাররা ফাইল শেয়ার করতে পারেন। প্রতিটি ইউজারকে অবশ্যই একটি “আল্ট্রাপিয়ার”(ultrapeer)-এ যুক্ত থাকতে হবে। আল্ট্রাপিয়ার একধরণের সার্ভার যেখানে ইউজারদের দ্বারা শেয়ার করা ফাইলের লিস্ট থেকে।
Gnutella সত্যিকারের কোন প্রোগ্রাম নয়,বরং একটি নেটওয়ার্ক প্রোটোকল। এজন্যে, Gnutella নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারের সাথে যুক্ত হতে চাইলে ইউজারকে Gnutella সমর্থন করে এমন একটি পিয়ার-টু-পিয়ার প্রোগ্রাম ইন্সটল করতে হবে। সৌভাগ্যবশত, এধরণের বেশীরভাগ প্রোগ্রামই শেয়ারওয়্যার হওয়ায় এগুলো সহজে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়। জনপ্রিয় Gnutella ক্লায়েন্টের মধ্যে আছে ম্যাকের জন্য Acquisition এবং উইন্ডোজের জন্য BearShare ও Morpheus।