online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

Golden Master

Golden master বা GM হল একটি সফটওয়্যার প্রোগ্রামের সর্বশেষ ভার্সন। এরপর প্রোগ্রামটি ম্যানুফ্যাকচারিং ও বিক্রির জন্য তৈরী করা হয়। কোন প্রোগ্রাম Golden master-এর পূর্বে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার বিভিন্ন যেমনঃ আলফা, বেটা এবং অন্যান্য পরীক্ষামূলক ধাপ সম্পন্ন করে। সর্বশেষ পরীক্ষামূলক ধাপকে বলা হয় "release to manufacturing" (RTM) ভার্সন, যেটা Golden master নামেও পরিচিত।

প্রথমে অনেক বছর “Golden master” শব্দটি “অ্যাপল” ব্যবহার করলেও, বর্তমানে এটি বিভিন্ন সফটওয়্যার কোম্পানী ব্যবহার করে থাকে। এছাড়া ভিডিও গেম ইন্ডাস্ট্রিতেও গেমের ফাইনাল রিলিজ বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যখন কোন প্রোগ্রাম Golden master স্টেজে পৌঁছে, তখন এটিকে বলা হয় “gone gold”। এর মানে হল প্রোগ্রামটি বাজারজাতকরণের বেশী দেরী নেই।

নোটঃ অনেকে বিভ্রান্ত হয়ে Golden master ও Gold record-কে এক মনে করেন, যেটা ঠিক নয়। Gold record-এর মানে হল একটি মিউজিক অ্যালবাম যেটির ৫,০০,০০০ কপি বিক্রি হয়েছে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To