online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

GUI

এর পূর্ণরূপ হল "Graphical User Interface" এবং উচ্চারণ হল “গুই”(gooey)। এটি একধরনের কম্পিউটারভিত্তিক গ্রাফিকাল ইন্টারফেস, যার ফলে ইউজার টেক্সট কমান্ড লাইনের পরিবর্তে মাউসের মাধ্যমে ক্লিক ও ড্র্যাগ করে প্রয়োজনীয় কাজ করতে পারেন। সবচেয়ে জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেম- উইন্ডোজ এবং ম্যাক ওএস এক্স গুই নির্ভর। যদিও এই আইডিয়াটা নেয়া হয়েছে এর পূর্বে জেরক্স(Xerox) উদ্ভাবিত ইউজার ইন্টারফেস থেকে, তথাপি ১৯৮৪ সালে অ্যাপলই সর্বপ্রথম গুই-র সাথে সাধারণের পরিচয় করিয়ে দেয় তার ম্যাকিন্টোশ-র মাধ্যমে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To