Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Index
- Details
- Written by নিলয়
- Hits: 749
ইনডেক্স হচ্ছে ফাইল অথবা ডাটাবেজের মত ডাটার লিষ্ট । এটি প্লেইন টেক্সট ফরমেটে সেভ করা হয় ,যাতে সার্চ অ্যালগরিদম দ্বারা স্ক্যানড হতে পারে । ডাটাবেজ প্রোগ্রাম যেমনঃ মাইক্রোসফট একসেস টেবিলে ইনডেক্স তৈরী করে । যখন এসকিউএল কোয়েরী ডাটাবেজে চলে , তখন প্রোগ্রাম ইনডেক্সকে স্ক্যন করে এবং সার্চ স্ট্রিং এর সাথে মিলিয়ে দেখে । সার্চ ইন্জিনগুলো অনেক বড় ওয়েবপেজ সংরক্ষন করতে ইনডেক্স ব্যবহার করে । যেমন : গুগলের গুগলবুট ওয়েবে নিয়মিত ক্রল করে এবং গুগল ইনডেক্সে নতুন ওয়েবেপেজ যোগ করে । এই ইনডেক্স সার্চ রেজাল্ট তেরী করতে সাহায্য করে । যদি সার্চ ইন্জিনগুলো ইউজার এর সার্চ অনুযায়ী মিলিয়ন মিলিয়ন পেজ স্ক্যান করত তাহলে অনেক সময় ব্যয় কিন্তু ইনডেক্সের ফলে ফলাফল তাড়াতাড়ি দিতে পারে ।