Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Insertion Point
- Details
- Written by মাসপি
- Hits: 704
কোন কিছু টাইপ করার সময় ইনসারশন পয়েন্টকে আমরা প্রতি মূহূর্তেই দেখি। কোন কিছু লেখার সময় " | " আকৃতির রেখাটি ফ্ল্যাশিং করতে থাকে। একেই ইনসারশন পয়েন্ট বলে। আমরা কীবোর্ডের যে অক্ষরটি টাইপ করি তা এর মধ্য থেকেই বের হয়। প্রতিটি অক্ষর ঢুকানোর সাথে সাথেই এটি ডানদিকে সরে যায় । ইনসারশন পয়েন্টের ফ্ল্যাশিং কার্সরকে I-beam pointer বলে। ডকুমেন্ট টাইপ করার সময় ডকুমেন্টের যে কোন স্থানে অক্ষর এডিট বা ডিলিট করার জন্য পয়েন্টটি মাউস দিয়ে নির্দিষ্ট স্থানে আনা যায়।