Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Lossless
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 651
লসলেস কম্প্রেসন হচ্ছে এমন একটি কম্প্রেসন পদ্বতি, যে পদ্বতিতে কোন একটি ফাইলের গুণাগুন নষ্ট না করেই এর আকার ছোট করা হয়। এই জাদুকরি পদ্বতিটি ইমেজ ও অডিও ফাইল উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়।লসলেস কম্প্রেসনে মূলত অরিজিনাল ফাইলের ডাটাকে সূদক্ষ ভাবে রিরাইট করা হয়। যেহেতু এ পদ্বতিতে কোয়ালিটির কোন পরিবর্তন হয় না, তাই এই পদ্বতিতে তৈরী করা ফাইলের আকার লসি কম্প্রেসনের চেয়ে আকারে বড় হয়।উদাহরণস্বরূপ সাধারণত লসি কম্প্রেসন পদ্বতিতে কোন ফাইলের আকার হয় মূল ফাইলের দশভাগের একভাগ কিন্তু লসলেস কম্প্রেসনে তা মূল ফাইলের প্রায় অর্ধেক। জে.পি.ই.জি, এম.পি৩ ইত্যাদি দ্বারা লসি কম্প্রেসড ফাইল তৈরী করা হয়।অন্যদিকে জে.পি.ই.জি ২০০০, অ্যাপল লসলেস কম্প্রেসন ইত্যাদি দ্বারা লসলেস কম্প্রেসড ফাইল তৈরী করা যায়।