Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Lossy
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 691
লসি কম্প্রেসন হচ্ছে এমন একটি ফাইল কম্প্রেসন পদ্বতি, যে পদ্বতিতে ফাইলের আকার ছোট হওয়ার পাশাপাশি এর গুনাগুন এবং ডাটা নষ্ট হয়। লসি কম্প্রেসন ইমেজ এবং অডিও ঊভয় ধরণের ফাইল কম্প্রেস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। লসি কম্প্রেসনের ফলে ইমেজ অনেকটা অস্পষ্ট এবং বিবর্ণ হয়ে পড়ে। আর অডিও ফাইলের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি নিচু মানের হয়ে পড়ে। জে.পি.ইজি, এম.পি৩ ইত্যাদি লসি কম্প্রেসনের উদাহরণ। ।যেহেতু লসি কম্প্রেসনের ক্ষেত্রে ফাইলের ডাটা নষ্ট হয়, তাই ফাইলের আকার আগের চেয়ে ছোট হয় পড়ে। যেমন একটি কম্প্রেসড জে.পি.ই.জি অরিজিনাল ফাইলের চেয়ে ৮০% পর্যন্ত ছোট হতে পারে।আর একটি কম্প্রেসড এম.পি৩ ফাইল অরিজিনাল ফাইলের দশভাগের একভাগ।