Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Mac OS
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 705
Mac OS হচ্ছে প্রযুক্তি দানব অ্যাপল কোম্পানির ম্যাকিনটোশ কম্পিউটারের অপারেটিং সিস্টেম । এটি সর্বপ্রথম তৈরী করা হয় ১৯৮৪ সালে । এর পর থেকে এটি প্রতিনিয়ত আপডেট হয়ে আসছে এবং এর সাথে নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে । এর নতুন নতুন ভার্সন গুলো সাধারণত সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। যেমন- ম্যাক ওস ৮, ম্যাক ওস ৯ ইত্যাদি । তৈরী করার এক যুগ পর অ্যাপল একে পূর্ণ গঠনের সিদ্বান্ত নেয় এবং এরই ধারাবাহিকতায় ২০০১ সালের মার্চ মাসে অ্যাপল Mac OS এর একটি সম্পূর্ণ নতুন ভার্সন বের করে। যার নামকরণ করা হয় ম্যাক ওহ-এস টেন। ম্যাক ওহ-এস টেন মূলত ইউনিক্সের মত একই রকম কার্ণেলের উপর ভিত্তি করে তৈরী । এর সাথে অনেক গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার এবং ইউটিলিটি যোগ করা হয়েছে। যদিও এটি প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হচ্ছে, তারপরও এর ব্যবহারবিধি আগের মতই সহজ রয়ে গেছে।