Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Mac OS X
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 716
Mac OS X এর প্রকৃত উচ্চারণ হল “ম্যাক ওহ-এস টেন” যেটি বর্তমানে অ্যাপলের ম্যাকিন্টোশ কম্পিউটারের ব্যবহৃত অপারেটিং সিস্টেম। যদি কেউ একে “ম্যাক ওএস এক্স” বলে উচ্চারণ করে তবে অবশ্যই এটি শুদ্ধ করে নেয়া উচিত। হতে পারে এর নামটি কিছুটা বিভ্রান্তিকর, তথাপি ম্যাক ওহ-এস টেন একটি অগ্রসর ও ইউজার-ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম। এটি একটি ডেভেলপমেন্ট প্লাটফর্মও যেটি ইউনিক্স, জাভা, কোকোয়া এবং কার্বন রানটাইম এনভায়রনমেন্টের মত বিভিন্ন ডেভেলপমেন্ট টেকনোলজী সমর্থন করে। পাশাপাশি এটি ওপেন সোর্স, ওয়েব, স্ক্রীপ্টিং, ডাটাবেজ এবং ডেভেলপমেন্ট টেকনোলজীর একটি হোস্টও বটে।
ম্যাক অপারেটিং সিস্টেমের পূর্ববর্তী সংস্করণগুলির মূল ছিল ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেম, যেটা ১৯৮৪ সালে রিলিজ হয়। পরবর্তীতে ১৯৯০ এর দশকে, অনেক কম্পিউটার ব্যবহারকারীর মনে হয়েছিল যে ম্যাক ওহ-এস উইন্ডোজের কাছে “ধরা” খাবে, এবং এজন্যে অনেকে তারিখ গণনা শুরু করেন। তাই অ্যাপল ম্যাককে সম্পূর্ণভাবে সমাপ্ত করে দেয় এবং পুনরায় গোড়া থেকে আরেকটি নতুন অপারেটিং সিস্টেম তৈরি করা শুরু করে।
ম্যাক ওহ-এস টেন তৈরীতে ব্যবহৃত কোডগুলোর বেশীরভাগ লিখা হয় স্ক্র্যাচ(scratch) থেকে। এছাড়া অনেককিছুই নেয়া হয় NEXTSTEP অপারেটিং সিস্টেম থেকে। NEXTSTEP হল একটি ইউনিক্সভিত্তিক সিস্টেম যেটা NEXT কম্পিউটারে চলত, তবে বর্তমানে আর তৈরী করা হয় না। ১৯৯৭ সালে অ্যাপল NEXT কে অধিকৃত করে এবং স্টিভ জবস অন্তরবর্তীকালীন সিইও হিসেবে নিযুক্ত হন। অ্যাপলের ডেভেলপাররা ইউনিক্স-ভিত্তিক কোডগুলি নেন NEXTSTEP থেকে এবং একে মিলিত করেন ম্যাক ওএস নাইন-র গ্রাফিকাল ইউজার ইন্টারফেস(GUI)-র সাথে। ফলাফল হল- একটি মজবুত, উচ্চ-ক্ষমতাসম্পন্ন অপারেটিং সিস্টেম যেটায় আছে ইউনিক্সের মত স্থায়িত্বতা এবং ম্যাকিন্টোশের নিজস্ব ইন্টারফেস। ২০০১ সালে ম্যাক ওহ-এস টেন মুক্তি পায়।
প্রাথমিক মুক্তির পর থেকেই, অ্যাপল ম্যাক ওহ-এস টেন-র অসংখ্য আপডেট মুক্তি দেয়। প্রতি বছরে একটি করে দেয়া এই আপডেট ভার্সনগুলোর মধ্যে আছে ১০.০ চিতা(Cheetah), ১০.১ পুমা(Puma), ১০.২ জাগুয়ার(Jaguar), ১০.৩ প্যান্থার(Panther), ১০.৪ টাইগার(Tiger), ১০.৫ লেপার্ড(Leopard), ১০.৬ স্নো লেপার্ড(Snow Leopard) এবং সর্বশেষ ২০১১ সালের ২০ জুলাই মুক্তি পায় ১০.৭ লায়ন(Lion)।