Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Macro
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 695
কম্পিউটার টার্ম হিসেবে ম্যাক্রোর দুটি ব্যাখ্যা আছে-
১. কি-বোর্ড শর্টকাটঃ
অনেক ক্ষেত্রেই “ম্যাক্রো” শব্দটি “কি-বোর্ড শর্টকাট”-র সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। কি-বোর্ড শর্টকাট হল বিভিন্ন কমান্ড যেমনঃ একটি ফাইল সেইভ করতে, কিংবা কোন উইন্ডো ক্লোজ করতে অথবা কোন ডাটা কপি বা পেস্ট করার কাজ- সহজে করার জন্য কিছু সাজানো কি(Key)। ম্যাক ও উইন্ডোজের বিভিন্ন কি-বোর্ড শর্টকাট আছে। নিচের দুটি লিংক থেকে এগুলো পাওয়া যাবেঃ
>> ম্যাক ওহ-এস টেন এর জন্যঃ http://www.sharpened.net/resources/shortcuts/mac_os_x
>> উইন্ডোজ এক্সপি-র জন্যঃ http://www.sharpened.net/resources/shortcuts/windows_xp
২. একটি ছোট প্রোগ্রামঃ
একটি ম্যাক্রো একটি ছোট প্রোগ্রাম বা স্ক্রীপ্ট হতে পারে যেটা কিছু নির্দিষ্ট কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এধরণের স্ক্রীপ্ট যেকোন ইউজার তৈরী করতে পারেন এবং এগুলো বিভিন্ন প্রোগ্রামেও চলতে পারে। উদাহরণস্বরূপ, একজন ইউজার মাইক্রোসফট ওয়ার্ডের জন্য একটি ম্যাক্রো তৈরী করতে পারেন, যেটায় তিনি একটি নির্দিষ্ট কি-র চাপার মাধ্যমে যখন যেখানে চাইবেন নিজের ঠিকানা বসাতে পারবেন। একজন মাইক্রোসফট এক্সেল ইউজার ম্যাক্রো তৈরী করে তা দিয়ে কোন স্প্রেডশীটের নির্দিষ্ট কলামের তথ্য মুছে ফেলতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মত অন্যান্য বিভিন্ন প্রোগ্রামও ইউজারদের নিজস্ব ম্যাক্রো তৈরী করতে দেয়। তবে সব প্রোগ্রামই এধরণের স্বয়ংক্রিয় কমান্ডকে ম্যাক্রো হিসেবে নির্দেশ করে না। যেমনঃ ফটোশপ এর ক্ষেত্রে- এটি ইউজারদের দ্বারা পরিবর্তন করা কোন ইমেজকে ধারণ করে এবং এর বিভিন্ন ধাপকে “অ্যাকশন” হিসেবে জমা রাখে। এই “অ্যাকশন” পরে অন্যান্য বিভিন্ন ইমেজেও প্রয়োগ করা যায়। যাহোক, এটাকে যে নামেই ডাকা হোক না কেন, এটা অনস্বীকার্্য যে ম্যাক্রো তার স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ইউজারদের সময় অনেক বাঁচিয়ে দেয়।