Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Malware
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 677
এর পূর্ণরূপ হল “Malicious software”। ম্যালওয়্যার বলতে সেসব সফটওয়্যার প্রোগ্রামকে বোঝায় যেগুলো একটি কম্পিউটার সিস্টেমে ক্ষতি বা অন্য কোন অপ্রত্যাশিত কাজ করার জন্য তৈরী করা হয়। স্প্যানিশ ভাষায়, ‘ম্যাল’ হল একটি উপসর্গ যার মানে হল ‘bad’ বা ‘খারাপ’। তাহলে টার্মটির রূপ দাঁড়ায় “BADWARE”- এর থেকেই এ শব্দটির অর্থ অনেকটা পরিষ্কার হয়ে যায়।
ম্যালওয়্যারের সাধারণ উদাহরণের মাধ্যে আছে- ভাইরাস, ওর্মস, ট্রোজান হর্সেস এবং স্পাইওয়্যার। ভাইরাস, কম্পিউটার হার্ড-ড্রাইভ থেকে বিভিন্ন ফাইল ও ডিরেক্টরীর তথ্য ডিলিট করে একপ্রকার ধ্বংসযজ্ঞ চালায়। স্পাইওয়্যার, ইউজারের অজ্ঞাতে সিস্টেমের তথ্য জোগাড় করতে থাকে। এমনকি ইউজারের ওয়েবপেজে করা বিভিন্ন গুরুত্বপূর্ন কাজের তথ্যও যেমনঃ ক্রেডিট কার্ডের নাম্বার হস্তগত করতে পারে।
এটা দুর্ভাগ্যজনক যে, অনেক সফটওয়্যার প্রোগ্রামারই এধরণের কাজের সাথে সংশ্লিষ্ট। বিভিন্ন এন্টি-ভাইরাস ও এন্টি-স্পাইওয়্যার আছে যেগুলো ব্যবহার করলে এগুলো সিস্টেমে থাকা বিভিন্ন ম্যালওয়্যার খুঁজে বের করে এবং ধ্বংস করে দেয়।