Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
Middleware
- Details
- Written by সোহাগ
- Hits: 566
মিডলওয়্যার বলতে আমরা দুটো জিনিসকে বুঝি। একটি হচ্ছে সফটওয়্যার, যেটি ডিস্ট্রিবিউটেড সিস্টেমে একাধিক অ্যাপ্লিকেশনের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। । অন্যটি হল একটি সফটওয়্যার এর অংশ যেটি কোন সফটওয়্যার এর বিভিন্ন পার্ট বা অংশ গুলোকে একসাথে কাজ করতে সহায়তা করে। সবচেয়ে বেশি ব্যবহৃত বা পরিচিত হচ্ছে প্রথমটি, মানে সফটওয়্যার। যেমন একটি ওয়েব সার্ভারের কথা ধরা যাক। যেটি এইচটিটিপি সার্ভার কে ওয়েবপেজ প্রসেস করতে সাহায্য করে এবং একই সাথে ডাটাবেস থেকে ডাটাবেস এক্সসেস করতে সাহায্য করে, এর ফলে একজন ইন্টারনেট ব্যবহারকারী সহজেই একটি ওয়েব পেজ পড়তে পারেন।