Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
Minimize
- Details
- Written by নিলয়
- Hits: 548
যখন আপনি কোন উইন্ডো মিনিমাইজ করেন , তখন এটি আপনার ভিউ থেকে লুকিয়ে যায় । এটি সাধারত কোন উইন্ডো বন্ধ না করে অন্য কোন উইন্ডো দেখার জন্য ব্যবহৃত হয় । উইন্ডোজ অপারেটিং সিস্টেমে , মিনিমাইজিং উইন্ডো নিচের টাস্কবারে একটি বাটন তৈরী করে । কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেমে (ভার্সন টেন) মিনিমাইজড উইন্ডো ডানদিকের ডকে যোগ হয় ।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে , একটি উইন্ডো মিনিমাইজ করতে হলে , হরাইজন্টাল লাইনের আইকনে ক্লিক করতে হয় যেটি উইন্ডোর উপরের ডানদিকের কর্নারে অবস্থিত । এছাড়া যে উইন্ডোটি মিনিমাইজ করতে হবে ,তার টাস্কবারে একবার ক্লিক করেও মিনিমাইজ করে রাখা যায় । এর ফলে উইন্ডোটি হাইড হয় এবং টাস্কবারে বাটন তৈরী করে । ঐ উইন্ডোটি ওপেন করতে চাইলে টাস্কবারের বাটনে একটি ক্লিকই যথেষ্ট ।
ম্যাক অপারেটিং সিস্টেমে (ভার্সন টেন) মিনিমাইজ করার জন্য উপরের বামদিকের হলুদ বাটনে ক্লিক করতে হয় অথবা টাইটেল বারে ডাবল ক্লিক করতে হয় । এর ফলে উইন্ডোটি ডকে যোগ হবে । ঐ আইকনে ক্লিক করলে উইন্ডোটি আবার ওপেন হয় ।