Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
Mount
- Details
- Written by সোহাগ
- Hits: 607
কোন স্টোরেজ ডিভাইস হতে ডাটা রিড করার আগে তা মাউন্ট করে নিতে হয়। স্টোরেজ ডিভাইসগুলোর মধ্যে রয়েছে হার্ডডিস্ক, ফ্লাশ ডিস্ক ইত্যাদি। সফটওয়্যার এর মাধ্যমে মাউন্ট হয়ে থাকে এবং সেই সফটওয়্যারটি মাউন্ট করার মাধ্যমে স্টোরেজ ডিভাইস যেমন হার্ডডিস্ক এর ডাটা গুলো রিডেবল করে থাকে। যদি হার্ডডিস্ক কানেক্ট করা হয়ে থাকে কিন্তু মাউন্ট না করা হয় তাহলে তা এক্সেস করা যাবে না। উইন্ডোজ, ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেম নতুন কোন স্টোরেজ ডিভাইস কানেক্ট করার সাথে সাথে মাউন্ট করে থাকে। অপ্টিকাল স্টোরেজ ডিভাইস যেমন সিডি বা ডিভিডি ইজেক্ট করার সাথে সাথে তা অটো আনমাউন্ট হয়। কিন্তু ফ্লাশ ডিস্ক যেমন পেনড্রাইভ ডিসকানেক্ট করার পূর্বে আনমাউন্ট করে নিতে হয় তা না হলে ডাটা করাপ্ট হবার সম্ভাবনা থাকে।