Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
Multitasking
- Details
- Written by সোহাগ
- Hits: 577
একই সময়ে একাধিক কাজ করাকে মাল্টি-টাস্ক বলে। কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউ একই সাথে একই সময়ে সফটওয়্যারের বিভিন্ন কাজ নির্দেশ অনুযায়ী সম্পন্ন করে। আগের অপারেটিং সিস্টেমগুলো একই সময়ে অনেকগুলো প্রোগ্রাম চালাতে পারে, কিন্তু পরিপূর্ণ মাল্টিটাস্কের কাজ করতে পারে না। বর্তমানকালের অপারেটিং সিস্টেম পরিপূর্ণ মাল্টিটাস্ক করতে পারে এবং কোন সমস্যা ছাড়াই অনেকগুলো প্রোগ্রাম একই সাথে চালাতে পারে।
মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে যদি একটি প্রসেস ক্র্যাশ করলেও এটি অন্য প্রোগ্রামে কোন সমস্যার সৃষ্টি করে না। কারণ কম্পিউটার প্রতিটি প্রসেসকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। যেমন - আমরা একই সাথে ওয়েব ব্রাউজারে এবং মাইক্রোসফট অফিসে কাজ করতে পারি। যদি কোনভাবে ওয়েব ব্রাউজার ক্র্যাশ করে, মাইক্রোসফট অফিসের গুরুত্মপূর্ণ ডকুমেন্টের কোন সমস্যা হবে না।