Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
MySQL
- Details
- Written by সাজ্জাদ
- Hits: 732
মাই এস-কিউ-এল(MySQL) বা মাই সিকুয়েল একটি মুক্ত ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এর ভিত্তি হল স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা এস-কিউ-এল(SQL)। এস-কিউ-এল সাধারণত ডেটাবেজে তথ্য যোগ করা, মডিফাই করা বা মুছে ফেলার কাজে ব্যবহৃত হয়। আর এস-কিউ-এল এর কিছু স্ট্যান্ডার্ড কমান্ড , যেমন ADD, DROP, INSERT, ও UPDATE এগুলো মাই এস-কিউ-এল এ ব্যবহৃত হয়। বিভিন্ন অ্যাপ্লিকেশান এর জন্য মাই এসকিউএল ব্যবহার করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি ওয়েব সার্ভারেই ব্যবহৃত হয়। যে ওয়েবসাইট মাই এস-কিউ-এল ব্যবহার করে সেই ওয়েবসাইটের ওয়েব পেজগুলো ডেটাবেজ থেকে তথ্যকে এক্সেস করতে পারে। এসব পেজ গুলোকে "ডাইনামিক পেজ" বলা হয়। তার অর্থ হল, প্রত্যেকটি ওয়েবসাইটের কাঙ্খিত পেজ লোড হওয়ার সময় একটি ডাটাবেজ থেকে তথ্য নিয়ে জেনারেট করে। এসব "ডাইনামিক ওয়েবপেজ" গুলোকে "ডেটাবেজ ড্রাইভেন" ও বলা হয়ে থাকে। মাইএসকিউএল এর কমান্ড কোড পিএইচপি কোডের মধ্যে প্রবেশ করিয়ে নতুন ধরণের ওয়েবপেজ ও জেনারেট করা যায়। এসকিউএল ও পিএইচপি দুটোই মুক্ত বা ওপেন সোর্স হওয়ার কারণে এই দুটো সিসেম ডেটাবেজ ড্রাইভেন ওয়েবসাইট তৈরিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে।