online

We have 17 guests and no members online

About us

Articles

Native File

আমরা যখন কোন প্রোগ্রাম দ্বারা কোন ফাইল তৈরী বা এডিট করার পর সেভ করি , তখন তা সাধারণত ঐ প্রোগ্রাম স্বীকৃত কোন ফরমেটে সেভ হয় । আর তখন ঔ ফাইলটাকে ওই প্রোগ্রামের নেটিভ ফাইল বলা হয় । যেমন আমরা যদি কোন ফাইল মাইক্রোসফট ওয়ার্ড এ সেভ করি তবে তা সাধারণত ডক (.doc) আকারে সেভ হবে । আর এই .doc ফরমেটের ফাইলই মাইক্রোসফট ওয়ার্ড এর নেটিভ ফাইল । আবার আমরা যখন "Save As..." অপশন দিয়ে কোন কিছু সেভ করি তখন তা অন্য কোন ফরমেট এ সেভ হবে যা ঔ প্রোগ্রাম স্বীকৃত না ও হতে পারে । যেমন মাইক্রোসফট ওয়ার্ড এর কোন ফাইল কে আমরা "Save As..." অপশন দিয়ে .txt বা .rtf ফরমেটে সেভ করতে পারি । কিন্তু এই ধরনের ফাইলকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর নেটিভ ফাইল বলতে পারি না। কারণ .txt বা . rtf ফরমেট মাইক্রোসফট ওয়ার্ড স্বীকৃত না । একই ভাবে অ্যাডবি ফটোশপে কোন ফাইল সাধারণত .psd ফরমেটে সেভ হয়। তাই । .psd হচ্ছে অ্যাডবি ফটোশপের নেটিভ ফাইল ।

সাধারণত কোন ফাইলকে নেটিভ ফাইল ফরমেটে সেভ করা উচিত , কারণ এতে ডাটা অধিক সুরক্ষিত থাকে। অন্য কোন ফরমেটে সেভ করলে অনেক সময় কিছু ডাটা হারিয়ে যেতে পারে। যেমন আমরা যদি কোন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কে প্লেইন টেক্সট ফরমেটে সেভ করি আর যদি ঔ ফাইলে কোন টেক্সট ফরম্যাটিং থাকে তবে তা রিমুভ হয়ে যেতে পারে । আবার অ্যাডবি ফটোশপের কোন ফাইলকে যদি আমরা JPEG ফরমেটে সেভ করি তবে পিকচারের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই কোন ফাইলকে কোন প্রোগ্রাম দ্বারা সেভ করার সময় ঔ প্রোগ্রামের নেটিভ ফাইল ফরমেটে সেভ করা সবচেয়ে উত্তম ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To