online

We have one guest and no members online

About us

Technical Terms - Technology Basic

ad hoc network

"Ad hoc" শব্দটি ল্যাটন উপসর্গ থেকে এসেছে যার অর্থ "for this purpose" বা কোন বিশেষ উদ্দেশ্যে কোন কিছু ব্যবহারকে বোঝায়। কম্পিউটার নেটওয়ার্কে, ad hoc নেটওয়ার্ক হল রাউটার বা ওয়ারলেস বেস স্টেশনছাড়া নিদির্ষ্ট সময়ের জন্য একটি নেটওয়ার্ক কানেকশন।
উদাহরনস্বরূপ, আপনি যদি একটি ফাইল অন্য একটি কম্পিউটারে পাঠাতে চান তাহলে আপনাকে ঐ কম্পিউটারের সাথে ad hoc নেটওয়ার্ক করতে হবে। ডাটা ট্রান্সফারের জন্য ইথারনেট ক্রসওভার ক্যাবল অথবা ওয়ারলেস কার্ড ব্যবহার করা যেতে পারে। আবার একাধিক কম্পিউটারের সাথে একই সময়ে ডাটা শেয়ার করতে চাইলে মাল্টি হল ad hoc নেটওয়ার্ক করতে হবে।
সাধারনভাবে ad ad hoc নেটওয়ার্ক হল একটি অস্থায়ী নেটওয়ার্ক কানেকশন যা কোন বিশেষ দরকারে ডাটা ট্রান্সফারের জন্য তৈরি করা হয়। যদি বেশি সময়ের জন্য নেটওয়ার্ক তৈরি করার প্রয়োজন হল তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক(lan) করতে হবে।



comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To