Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
Artificial Intelligence
- Details
- Written by মাসপি
- Hits: 735
এর মানে হল কৃত্তিম বুদ্ধিমত্তা । কোন একটি ডিভাইস মানুষের মত আচরণ করা বা বিভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতে পারা । এটি প্রয়োগ করা হতে পারে রোবটে বা কোন সফটওয়্যার এপ্লিক্যাশনে। এটা বেশিরভাগ ভিডিও গেমগুলোতে ব্যবহার হয়, যেখানে আমরা একজন প্লেয়ার হিসেবে খেলি, এর বিপরীতে কম্পিউটারকে খেলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আচরণ করতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজান্স এর মাধ্যমে খেলার বিভিন্ন লেভেল সেট করা হয় । যেমন - easy,hard,difficult ইত্যাদি । এর ফলে গেমার তার পছন্দমত যে কোন মুডে খেলতে পারে । বর্তমানকালের 3d গেমগুলোতে অনেক বেশি পরিমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজান্স এর প্রয়োগ হয়ে থাকে । যা গেমকে আরো বাস্তবসম্মত এবং মনমুগ্ধকর করে থাকে ।