online

We have one guest and no members online

About us

Technical Terms - Technology Basic

ASCII

এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ( American Standard Code for Information Interchange.)। কম্পিউটারে ব্যবহ্রত উপর ও নিচের সারি, সংখ্যা , অক্ষরের সংখ্যাগত মান। সহজভাষায় বলা যায়, যতগুলো বর্ণ আছে তার সবগুলোরই একটি করে সংখ্যাগত মান আছে । আর এ মানকে আসকি (ascii) মান বলে । আসকিতে ১২৮ টি কোড আছে। এই কোডগুলো দিয়েই প্রতিটি বর্ণ দেখা যায়।

বর্তমানকালে আসকির পরিবর্তে ইউনিকোডের ব্যবহার হয়। কারণ ১২৮ টি কোড দিয়ে ইংরেজিতে সবগুলো বর্ণ, সংখ্যা আর কিছু বিশেষ অক্ষর দেখানো সম্ভব হয়। কিন্তু পৃথিবীতে রয়েছে হাজার হাজার ভাষা এবং বর্ণ । এসব বর্ণ ১২৮ টি কোড দিয়ে দেখানো কখনই সম্ভব নয়। এ সীমাবদ্ধতা দূর করার জন্য ইউনিকোডের উদ্ভব হয়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To