online

We have one guest and no members online

About us

Technical Terms - Technology Basic

Bespoke

বেসপোক শবদটি ইংল্যান্ড থেকে এসেছে । কোন কাপড় যদি অর্ডার দিয়ে টেইলর এর কাছে বানানো হয়, তখনকার সময় একেই বেসপোক বলা হত । বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির যুগে এ শব্দটি ব্যবহার হয় কোন পণ্য বা সেবা যদি গ্রাহকের চাহিদা অনুসারে পরিবর্তন এবং পরিবর্ধন করে সরবরাহ করা হয় । উদাহরনস্বরূপঃ কোন একটা সফটওয়্যার যদি বিশেষ উদ্দেশ্যে ক্রেতার চাহিদা অনুসারে বানানো হয় তাহলে তাকে বেসপোক সফটওয়্যার বলে । এটা হতে পারে কোন প্রতিষ্ঠানের জন্য তৈরি ক্রয়-বিক্রয়ের হিসাব সম্পর্কিত সফটওয়্যার ।
অন্যদিকে কম্পিউটার জগতে বেসপোক ওয়েবসাইটের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে । কোন একটি সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটে তাদের প্রয়োজন অনুসারে ডাটাবেজ , টেমপ্লেট , লে-আউট তৈরি করা হলে, বেসপোক ওয়েবসাইট বলা হয় । আবার হার্ডওয়্যারের ক্ষেত্রেও একই অর্থে এটি ব্যবহার হয় । একজন ক্রেতা তার কম্পিউটার কেনার সময় তার ইচ্ছা অনুসারে ভিন্ন ভিন্ন কোম্পানির হার্ডওয়্যার কিনতে পারেন । এটিও বেসপোকের অন্তর্ভুক্ত ।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To