Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
Binary
- Details
- Written by মাসপি
- Hits: 714
বাইনারি(binary)হল দুটি বিশেষ অংক শূন্য(০) এবং এক (১) নিয়ে গঠিত । অপরদিকে ডেসিমল নাম্বার বা দশমিক সংখ্যা ১০ টি অনন্য সংখ্যা ০ থেকে ৯ পর্যন্ত হয়ে থাকে ।
টেকনোলজি জগতে, সকল ডিজিটাল সিস্টেম এবং কম্পিউটারে যে কোন কাজের জন্য বাইনারি... সংখ্যা ব্যবহার হয়ে থাকে। মাত্র ২ টি সংখ্যা দিয়েই কম্পিউটারের ডাটা সংরক্ষন থেকে শুরু করে সকল কাজ করা যায় । বাইনারি সংখ্যা দিয়েই যে কোন ডেসিমল সংখ্যা প্রকাশ করা যায়। যেমন-
উদাহরণস্বরূপ -
বাইনারী সংখ্যায় ০ দশমিকে ০
বাইনারী সংখ্যায় ১ দশমিকে (২^০) বা ১
বাইনারী সংখ্যায় ১০ দশমিকে (২^১) বা ২
বাইনারী সংখ্যায় ১১ দশমিকে (২^১ + ২^০) বা ৩ ইত্যাদি ।