online

We have one guest and no members online

About us

Technical Terms - Technology Basic

Boot Sector

কম্পিউটারকে বুট করার জন্য স্টোরেজ ডিভাইস (যেমন- হার্ডডিস্ক) সেক্টরে বুটের তথ্য থাকে , একে বুট সেক্টর বলে। বুট সেক্টরে বুটের জন্য গুরুত্বপূর্ণ মাস্টার বুট রেকর্ড (MBR) থাকে । বুট সিকুয়েন্সের ক্ষেতে প্রথমে মাস্টার বুট রেকর্ডের তথ্য নেয় তারপর কম্পিউটার বুট হয়ে অপারেটিং সিস্টেম লোড হয় ।
হার্ডডিস্কের পার্টিশনের একেবারে শুরুতেই বুট সেক্টর থাকে , এতে সকল পার্টিশনের তথ্য অন্তর্ভুক্ত থাকে । অপারেটিং সিস্টেমের সকল ডাটা কোন পার্টিশনে আছে এবং কোথা থেকে বুট হবে তা দেখিয়ে দেয়। যদি বুট সেক্টর কোন কারনে ক্ষতিগ্রস্থ হয়, তাহলে ঐ ডিস্ক থেকে কম্পিউটার বুট হবে না।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To