Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
Boot Sequence
- Details
- Written by মাসপি
- Hits: 702
কম্পিউটার স্টার্ট হওয়ার সময় প্রাথমিক এবং ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে প্রতিবার বুট করে। বুটের এই প্রক্রিয়াকেই বুট সিকুয়েন্স বলে। এই সময়ে কম্পিউটার স্টার্ট হওয়ার জন্য প্রয়োজনীয় এবং সফটওয়্যারের সাথে কানেক্ট হয়। বুট সিকুয়েন্সে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কম্পিউটার বায়োস এবং ম্যাকিন্টোসে সিস্টেম রম দিয়েই স্টার্ট হওয়া শুরু হয়। কিভাবে বুট হবে তার তথ্যগুলো বায়োস এবং রমে থাকে। এই তথ্যগুলো কম্পিউটার সিপিউতে যায়, তারপর সিস্টেম Ram এ সকল তথ্য লোড হতে থাকে । যদি কোন ডিস্কে বুট হওয়ার জন্য সব তথ্য থাকে , তাহলে ঐ ডিস্ক থেকেই অপারেটিং সিস্টেম লোড শুরু হয়। অপারেটিং সিস্টেম সম্পূর্ণ লোড হবার পরে কম্পিউটারে আমরা কাজ করতে পারি ।
বুট সিকুয়েন্স বিভিন্ন ক্ষেত্রে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটও সময় নিতে পারে । এটা কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে। যদি সিডি অথবা ডিভিডি থেকে বুট হয়ে তাহলে অনেক সময় লাগে । হার্ডডিস্ক বা পেনড্রাইভ থেকে বুট নিতে কম সময় লাগে । আবার কোন কারনে কম্পিউটার চলা অবস্থায় হঠাৎ করে বন্ধ করে দেয়া হয়, তাহলে পরবর্তী বুট সিকুয়েন্সে সময় বেশি লাগে । কারণ পরবর্তীতে সবকিছু ঠিক আছে কিনা তা চেক করতে সময় লাগে ।