Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
Burn
- Details
- Written by মাসপি
- Hits: 743
যখন আপনি একটি ডিস্ক বার্ণ করেন, এর মানে হচ্ছে আপনি ডাটা প্রবেশ করাচ্ছেন। খেয়াল করলে দেখবেন,হার্ডডিস্কে ডাটা প্রবেশকে রাইট(write) এবং ডিস্কে ডাটা প্রবেশকে আর আপনি যখন হার্ডডিস্কে ডাটা প্রবেশ করান তখন একে বার্ণ(burn) হিসেবে চিহ্নিত করা হয় । যখন সিডি রাইটার বা বার্ণার, রাইট করা যায় এমন ডিস্কে ডাটা প্রবেশ করায় তখন বার্ণ ব্যবহার করা হয়। সাধারণ সিডি রম লেজারের চেয়ে সিডি রাইটারের লেজারের অনেক শক্তিশালী গতিতে কাজ করে। এটা হাজার হাজার ০ এবং ১ ডিস্কে প্রবেশ করাতে থাকে । বাইনারি ০ এবং ১ হতেই বার্ণকৃত ডাটা রিড করা হয় । বার্ন মানে ডিভিডি/সিডি এর লেয়ারকে গলিয়ে খাজে পরিণত করা যেন খাঁজের উচু নিচু থেকে ১ আর ০ ধরা যায়।